Home Glamour life style সংগীতশিল্পীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন সুপারমডেল

সংগীতশিল্পীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন সুপারমডেল

47
0
মার্কিন সুপারমডেল এমিলি রাতাজকোভস্কি ও জনপ্রিয় সংগীতশিল্পী রবিন

বিখ্যাত ব্লারস লাইনস গানের মিউজিক ভিডিও’র শুটিংয়ের সময় যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মার্কিন সুপারমডেল এমিলি রাতাজকোভস্কি। জনপ্রিয় সংগীতশিল্পী রবিন থিক তাকে যৌন হয়রানি করেন বলে নিজের প্রকাশিতব্য বইয়ের অভিযোগ করেছেন ৩০ বছর বয়সী এই সুপারমডেল।

রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে ওই মিউজিক ভিডিও’র শুটিংয়ের সময় রবিন অনুমতি ছাড়াই এমিলির শরীর স্পর্শ করেন বলে অভিযোগ করেছেন মার্কিন সুপারমডেল।বিবিসি রবিনের মন্তব্য জানতে চেয়েছিল। তবে ৪৪ বছর বয়সী এই সংগীত শিল্পী এ ব্যাপারে মুখ খোলেননি।

এমিলি দাবি করেন, ওই মিউজিক ভিডিওয়ের শুটিংয়ের সময় সামান্য মদ্যপ অবস্থায় সেটে এসেছিলেন রবিন। শুটিংয়ের সময়  শরীরে রবিনের অযথাচিত স্পর্শ পেয়ে তিনি জমে গিয়েছিলেন। 

ওই মিউজিক ভিডিও’র পরিচালক ডায়ান মার্টেল শুটিং সেটের সময়কার ঘটনা স্মরণ করে বলেন, এমিলির শরীরের অযথাচিতভাবে স্পর্শ করেছিলেন রবিন। পরে এমিলির কাছে রবিন ক্ষমা চেয়েছিলেন বলে জানান ডায়ান।

ব্লারস লাইনস প্রকাশ হওয়ার পর বিশ্ব মিউজিকের টপচার্টে ছিল। ২০১৪ সালে যুক্তরাজ্যের সর্বকালের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা গানের তালিকায় জায়গা করে নিয়েছিল ব্লারস লাইনস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here